চালু হচ্ছে নতুন ট্রেন নীলফামারী এক্সপ্রেস। Nilphamari Express.

2 minute read
0

 চালু হচ্ছে নতুন ট্রেন নীলফামারী এক্সপ্রেস।

নীলফামারী এক্সপ্রেস। Nilphamari Express.

রংপুরের ট্রেন রংপুর এক্সপ্রেস, পঞ্চগড়ের ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাটের ট্রেন লালমনি এক্সপ্রেস যদি হয় নীলফামারীর ট্রেন নীলফামারী এক্সপ্রেস কেন নয়?

''নীলফামারী এক্সপ্রেস''
নিজ জেলা হতে ঢাকাগামী ২য় এক্সপ্রেস ট্রেন।।
খুব ভালো লাগতেছে।
এখন সময় এসেছে নিজ জেলাকে তুলে ধরার❤হামার নীলফামারীতে,,, নীলফামারী এক্সপ্রেস ট্রেন,,,🥰🥰feeling হামার নীলফামারী at Nilphamari - নীলফামারী.

চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রেলপথে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ৪ জুন-২০২৩, ট্রেনটির প্রস্তাবিত নাম ‘নীলফামারী এক্সপ্রেস’, যার নম্বর ৮০৫ ও ৮০৬।
ট্রেনটি ১-ডোমার, ২-নীলফামারী, ৩-সৈয়দপুর, ৪-পার্বতীপুর, ৫-জয়পুরহাট, ৬-সান্তাহার, ৭-ঈশ্বরদী বাইপাস ও ৮-বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার।
ফুলবাড়ীতে স্টপেজ দেয়া হয়নি । ফুলবাড়ীর আশে পাশে কয়লা খনি,তাপ বিদ্যুৎ, পাথর খনি বিজিবি ক্যাম্প, স্বপ্নপুরী সহ বেশ বড় বড় মেগা প্রজেক্ট রয়েছে এবং ফুলবাড়ী মানুষের দাবি, তাই এই গুরুত্ব বিবেচনা করে ফুলবাড়ীতে নীলফামারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চাই ।
(প্রস্তাবিত)
ফুলবাড়ীতে যদি যাত্রা বিরতি না দেয়া হয় তাহলে ট্রেন আটকিয়ে অনশন ধর্মঘট এর জন্য প্রস্তুত কি ফুলবাড়ী বাসি???????
May be an image of train, railway and text that says "ঢাকা-চিলাহাটি নতুন ট্রেনের নামকরণ নীলফামারী এক্সপ্রেস করার দাবী জানাই। Kowsar Al-Habib LAK"
All reactions:
Bikash Roy Akash and 3.2K others

৪জুন আসছে “নীলফামারী এক্সপ্রেস” ট্রেন😲কোন কোন স্টেশনে হবে যাত্রাবিরতি →দেখে নিন সম্ভাব্য সময়সূচি
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আগামী ৪ জুন ঢাকা-নীলফামারী রুটে নতুন ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নীলফামারী জেলার সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত এক জোড়া ট্রেন চলাচল করবে। নতুন ট্রেনটির প্রস্তাবিত নাম ‘নীলফামারী এক্সপ্রেস’।
রেলওয়ে সূত্রে জানা যায়, নতুন ট্রেনটি চিলাহাটি থেকে ছাড়বে সকাল ৬ টায়। আর ঢাকায় পৌঁছাবে বিকেল ৩ টা ১০ মিনিটে। এছাড়া ঢাকা থেকে বিকেল সোয়া ৪ টায় ছেড়ে যাবে এবং চিলাহাটিতে পৌঁছাবে রাত পৌনে ২ টায়।
ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেনটি। শনিবার ছাড়া সপ্তাহের ছয় দিনই এ রুটে ট্রেনটি চলাচল করবে।
সম্ভাব্য সময়সূচি চিলাহাটি টু ঢাকাঃ
চিলাহাটি- সকাল ৬.০০ ঘটিকা
ডোমার- সকাল ৬টা ২০ মিনিট
নীলফামারী- ৬টা ৪০ মিনিট
সৈয়দপুর- সকাল ৭টা
পার্বতীপুর- সকাল ৭টা ৩০ মিনিট
বিরামপুর- সকাল ৮ টা
জয়পুরহাট- সকাল ৮টা ৩০ মিনিট
সান্তাহার- সকাল ৯টা ১৫ মিনিট
নাটোর- সকাল ১০টা
বিমানবন্দর- দুপুর ২টা
ঢাকা- ২টা ৩০ মিনিট
সম্ভাব্য সময়সূচি ঢাকা টু চিলাহাটিঃ
ঢাকা- বিকাল ৩টা ৩০ মিনিট
বিমানবন্দর- বিকাল ৪টা
নাটোর- রাত ৮টা
সান্তাহার- রাত ৮টা ৪৫ মিনিট
জয়পুরহাট- রাত ৯টা ২৫ মিনিট
বিরামপুর-রাত ৯টা ৫০ মিনিট
পার্বতীপুর- রাত ১০ টা ৩০ মিনিট
সৈয়দপুর- রাত ১০টা ৪৫ মিনিট
নীলফামারী- রাত ১১ টা
ডোমার- রাত ১১টা ২০ মিনিট
চিলাহাটি-রাত ১১টা ৪০ মিনিট।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top